পুলিশের দুই পরিদর্শকের বিরুদ্ধে উত্যক্তের অভিযোগ করলেন নারী পরিদর্শক
- আপডেট টাইম : ০২:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ৩১৪ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী জেলা রিপোর্টার।।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া এবং দামকুড়া থানার দুই পরিদর্শকের বিরুদ্ধে সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত সিআইডির এক নারী পরিদর্শককে উত্যক্ত ও হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত দুই পরিদর্শক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগী নারী পরিদর্শক বুধবার (২৪ মার্চ) আরএমপির কমিশনারকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ভুক্তভোগী নারী পরিদর্শকের আবেদনটি আইনানুগভাবে বিবেচনার জন্য সুপারিশ করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিদর্শকদের একজনের সাথে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কর্মরত থাকার সুবাদে পরিচয় এবং অপর পরিদর্শক ওই নারী পরিদর্শকের সাবেক স্বামী। দু’জনই ওই নারী পরিদর্শককে বিভিন্নভাবে উত্যক্ত করতেন। এতে সাড়া না দেওয়ায় আরএমপিতে মহা ক্ষমতাধর হিসেবে নিজেকে দাবিকারি অভিযুক্ত পুলিশ পরিদর্শক, ওই নারী পুলিশ পরিদর্শকের স্বামীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিক-মানসিক নির্যাতন করেন।স্বামীর খোঁজে নগরীর বোয়ালিয়া থানায় গেলে ওই পুলিশ পরিদর্শক, নারী পরিদর্শককে আবারও উত্যক্ত করেন এবং নানাধরনের আজেবাজে ও আপত্তিকর কথাবার্তা বলেন। এভাবে সারাদিন উত্যক্ত ও হয়রানির পর বিকালে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলেন এবং মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠান বলে আরএমপির কমিশনারকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।