বোরো মৌসুমে জামালপুরে চালের বাজার চড়া
- আপডেট টাইম : ০৯:০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ৯৭ ৫০০০.০ বার পাঠক
জামালপুরে তথা সারা বাংলাদেশে বোরো ধানের মৌসুম চলছে। কিন্তু জামালপুরে চালের বাজার নিয়ন্ত্রনহীন চড়া। জামালপুর জেলার ৭টি উপজেলায় চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও চালের বাজার ক্রমশ:অস্থির হয়ে পড়েছে। চালের বাজার বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নাভিশ্বাস ভাব শুরু হয়েছে। এতে গ্রামীন অর্থনীতিতে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে।
জানা যায়,জামালপুর জেলা শহর সহ সদর উপজেলাধীন বিভিন্ন হাট বাজারে চালের মূল্য দ্বিগুণ বেড়েছে। চালের দাম বৃদ্ধির কারন অনুসন্ধান কালে দেখা গেছে। প্রায় সব বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ওতোপ্রতোভাবে জড়িত রয়েছে। এ সব অসাধু ব্যবসায়ীদের লক্ষ্য হচ্ছে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করা। সরকারের ভাবমুর্তি বিনষ্ট করার জন্যই সিন্ডিকেট বানিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছে। জেলা শহরের সকাল বাজার ,স্টেশন বাজার,বানিয়া বাজার,নান্দিনা বাজার, ও নরুন্দি বাজার ঘুরে জানা গেছে, বস্তা প্রতি চালের বাজার ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে চালের বাজার স্থিতিশীল থাকলেও খুচরা বাজারে ভয়াবহ অবস্থা। এ দিকে গ্রামাঞ্চলের বাজার গুলোতেও আরো ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
এ দিকে মেলান্দহ, মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ব্যবসায়ীরা চালের বাজারে ভেল্কিবাজির খেলা শুরু করছে। মেলান্দহ বাজারের একজন ক্রেতা এ প্রতিবেদক কে বলেন,অসাধু ব্যবসায়ীরা কোন ভাবেই সরকারের নির্দেশনা মানছে না। জেলা প্রশাসনের বাজার নিয়ন্ত্রনের জন্য ভ্রাম্যমান আদালত চালালেও কোন প্রকার তোয়াক্কা করছে না। চালের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছে। বাজার মূল্য এতোটাই অস্থিতিশীল যা জনমনে বিরুপ প্রভাব পড়েছে। জেলার সুশীল সমাজের বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলেন তারা জানান,সরকার কে বেকায়দায় ফেলার জন্যই ব্যবসায়ী চক্র এ ফাঁদ পেতেছে। এদের কারনে গ্রামীন অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়েছে।