মোংলায় ফ্যামিলি সাইকেল র্যালি
- আপডেট টাইম : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ৯৮ ৫০০০.০ বার পাঠক
জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতের আহ্বানে ১৮ মে শনিবার বিকেলে মোংলার ১নং জেটি রোডে এপিএমডিডি, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে ফ্যামিলি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
“জ্বালানি হোক নবায়নযোগ্য, পৃথিবী গড়ি বাসযোগ্য” শ্লোগানে শনিবার বিকেল ৫ টায় ফ্যামিলি সাইকেল র্যালির প্রাক্কালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মো: নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধরা নেত্রী কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মারুফ বিল্লাহ, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান বাবু প্রমূখ। এসময়ে বক্তারা সুন্দর ভবিষ্যতের অঙ্গীকারে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানান। বক্তারা আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। ফ্যামিলি সাইকেল র্যালিতে “বাতাস-পানি-সূর্য হলো শক্তি, নবায়নযোগ্য জ্বালানিতেই মুক্তি”, “নবায়নযোগ্য শক্তি, আনবে বিশ্বের মুক্তি “, “কয়লাতে ময়লা ভরা, বিশ্ব হোক জীবাশ্ম জ্বালানি ছাড়া” শ্লোগান সম্বলিত ফেস্টুন বহন করতে দেখা যায়।