পীরগন্জ সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১০:৪৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১৪৪ ৫০০০.০ বার পাঠক
পীরগন্জ সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিবাদ্যকে নিয়ে কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রফেসর মোঃ বদরুল হুদা, অধ্যক্ষ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, প্রফেসর মোঃ কামরুল হাসান উপাধ্যক্ষ, মোঃ একরামুল হক সহযোগী অধ্যাপক, প্রফেসর মোঃ আব্দুস সোবহান সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ, প্রফেসর মোঃ আব্দুল মতিন সাবেক অধ্যক্ষ প্রমূখ। বক্তব্য শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ অন্যান্য পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।