বড় ভাইয়ের শাশুড়িকে ধর্ষণ
- আপডেট টাইম : ০৪:৩৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১৭২ ৫০০০.০ বার পাঠক
গতকাল সন্ধ্যা সাতটার সময় পৌরসভা ৮ নং ওয়ার্ড #টামটা ইয়াসিন পাটোয়ারী বাড়ির
#মৃত লোকমান মোল্লার ছেলে #আরিয়ান খান নোবেল ওরফে নোবেল মোল্লা একই এলাকার মিজি বাড়ির মৃত বাবুল মিজির স্ত্রীকে জোরপূর্বক #ধর্ষণ করে। সম্পর্কে তার বড় ভাইয়ের চাচী শাশুড়িকে ধর্ষণ করে। এ সময় এলাকার মানুষ ঘটনাটি বুঝতে পেরে তাকে #অনৈতিক কাজ করা অবস্থায় আটক করে এবং 999 ফোন করলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে রামগঞ্জ থানায় নিয়ে যায় । আমরা সবাই #দর্শক ও #নারীর #নির্যাতনকারী এ #নোবেলের #দৃষ্টান্তমূলক #শাস্তি চাই। #পরে ভুক্তভোগী নারীর কাছ থেকে জানা যায় যে নোবেল মোল্লা #দীর্ঘ ৮ মাস যাবত এ নারীর সাথে জোরজবরদস্তি করে মহিলাকে প্রতিদিন ধর্ষণ করত এবং সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত। এ আট মাস যাবত তার সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকে। #গতকাল এলাকার মানুষ তাদের দুজনকে আপত্তিকের অবস্থায় একসাথে পায়। মহিলা বলে সে প্রতিদিন আসতো এবং তার কথায় অবাধ্য হলে তাকে বেদরপ মারধর করত এবং জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত। আমরা এই দর্শক নারী নির্যাতনকারী #নোবেল মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কোন দর্শক বা নারী নির্যাতনকারী নোবেল এই কাজ করতে সাহস না পায়।