সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিবাদ।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ৩২৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ আবীর হাসান হিমেলের উপর বিগত ২১/০৩/২০২১ইং তারিখ রাত আনুমানিক ৮টায় রাজশাহী মহানগরীর অন্তর্গত মেহেরচন্ডি বুধপাড়া ওভারব্রীজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী ও সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের আহবায়ক সামসুদ্দীন চৌধুরী সানিন সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, সন্ত্রাসীদের হাতে থাকা লাঠি সোঠার আঘাতে তার ডান পা মারাত্মক ভাবে জখম হয়েছে। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে এহেন ন্যাক্কারজনক হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল পরিবার ভীষণভাবে মর্মাহত।
উক্ত হামলার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আরো খবর.......