ফুলবাড়ী কৃষি অফিস কতৃক ভর্তুকি মুল্যে হারভেস্টার প্রদান
- আপডেট টাইম : ০১:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ১৫৮ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভর্তুকি মূল্যে দুটি হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) বিতরণ করা হয়েছে। বুধবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে দুইজন কৃষকের মাঝে এই হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) চাবি তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার আক্তার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কৃষক এনামুল হক ও কাজিহাল ইউনিয়নের কৃষক আনছারুল ইসলামকে ৩২ লাখ টাকা মূল্যের একটি মেশিন, পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতারের সঙ্গে কথা বললে তিনি জানান, বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের কৃষিতে বিপ্লব ঘটানোর প্রত্যয়ে দেশের কৃষকগনের মাঝে বীজ,সার প্রনোদনা সহ অন্যান কৃষি উপকরণ পর্যায়ক্রমে বিতরন করছেন।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়সহ উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ ফুলবাড়ী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।