পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের মটর সাইকেলে পথসভা
- আপডেট টাইম : ০২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে গত ৪ ই মে ২০২৪ শনিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত হয়েছে এক মটর সাইকেল নির্বাচনী পথসভা। ৫০০ শত অধিক মটরসাইকেল নিয়ে পথসভা জাহাঙ্গালিয়া থেকে শুরু হয়, আশুতিয়া বাজার, কোদালিয়া বাজার, পুলেরঘাট বাজার, শিমুলিয়া চোরাস্তা বাজার, ভূঁইয়াবাজা,হোসেন্দী বাজার, আলমদী বাজার, তালতলা বাজার, মঠখোলা বাজার, বাগান বাড়ি , সৈয়াদগাঁও চৌরাস্তা বাজার, মির্জাপুর বাজার হয়ে চরফরাদী নতুন বাজারে নির্বাচনী আলোচনা সভায় সকলে অংশগ্রহণ করেন। চেয়ারম্যান পদপ্রার্থীর হাজী মো.মকবুল হোসেন মহোদয়ের বক্তব্য শুনতে হাজারো মানুষ ছুটে আসে। নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন হাজী মো.মুকবুল হোসেন তিনি বলেন আমি কিছু নিতে আসি নাই আমি জনগনকে দিতে এসেছি, আমার গাড়ি বাড়ি , ব্যাংক বেলেন্স , এস্টাবলিশ হয়েই এসেছি, আপনারা আমাকে কইমাছ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি শিল্প কারখানা গরে তুলবো বেকার যুবকদের জন্য কর্মসংস্থান গরে তুলবো। তিনি আরো বলেন আমি তোমাদের দিতে এসেছি নিতে আসি নাই, ৮ তারিখ নির্বাচনে আমি বিজয়ী হলে আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং উন্নয়ন মূলক সকল কাজ করবো ইনশাআল্লাহ। মটর সাইকেল পথসভায় আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার নেতা কর্মী সহ বিভিন্ন সুশীল সমাজের মানুষ।