ফুলবাড়ীতে মহান মে দিবস পালিত
- আপডেট টাইম : ০১:২০:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০২৪
- / ৭৪ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দাবিতে মে দিবস পারিত হয়েছে। ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে ফুলবাড়ীর বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফুলবাড়ীর নিমতলা মোড়, উর্বশী সিনেমা হল চত্তর, বাসষ্ট্যান্ডসহ একাধিক ¯’ানে শ্রমিক সমাবেশ, লাল পতাকা মিছিল, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিকদের পক্ষে শ্রমিকনেতাগণ কাজের সময়সীমা আট ঘণ্টা যথাযথভাবে মানা, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানান। এছাড়াও বড়পুকুরিয়া কয়লা খনিতে ‘বড়পুকুরিয়া কোল মাইনিং কোং লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর উদ্দ্যোগে জাতীয় পতাকা ও লাল পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খনি চত্তরে দিবসটি পালিত হয়। সমাবেশ ও আলোচনা শেষে সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।