কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন
- আপডেট টাইম : ০৫:০৭:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৩৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ি জোনাল অফিসের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডে কোনাবাড়ি শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। (২৫ এপ্রিল) বৃহস্পতিবার ৪:৩০ মিনিটের দিকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিস।
আগুন লাগার সঙ্গে সঙ্গে কোনাবাড়ি শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন কোনাবাড়ি জোনাল অফিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দৈনিক সময়ের কন্ঠ পত্রিকাকে বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এর আঞ্চলিক অফিস সংলগ্ন পাওয়ার স্টেশনে বিকেল ৪:৩০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ৫ টা ১০ মিনিটের দিকে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন। তিনি বলেন আগুনে পাওয়ার স্টেশন এর একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে, তবে ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় অন্য কোন ট্রান্সফরমারে আগুন ছড়াতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কোনাবাড়ী পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশনে হঠাৎ আগুন লেগে যায়। বিদ্যুতের আগুন দেখে সাধারণ মানুষ দূর থেকে দেখতে থাকে এবং কিছু সময়ের মধ্যে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ৩০-৪০ মিনিট ধরে চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ ১ কোনাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক কামাল হোসেন দৈনিক সময়ের কন্ঠ পত্রিকাকে বলেন, প্রখর রোদে ও অতিরিক্ত তাপমাত্রার কারণে পাওয়ার স্টেশনের পাঁচটি ট্রান্সফরমারের মধ্যে একটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। এতে করে আগুন অন্য কোন ট্রান্সফরমারে পৌঁছাতে পারেনি। আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই পাওয়ার স্টেশনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। আগুন নেভানোর পরপরই পাওয়ার স্টেশনটিতে মেরামত কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কোনাবাড়ি পাওয়ার স্টেশনে মূলত বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়, এখানে দশ এমবিএ ক্ষমতা সম্পন্ন পাঁচটি ট্রান্সফরমার রয়েছে। আর এখান থেকে কোনাবাড়ি শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কামাল হোসেন আরো বলেন সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে সচল চারটি ট্রান্সফরমারের মাধ্যমে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। আর পুড়ে যাওয়া ট্রান্সফরমারের ফিডারে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে বেশকিছু সময় লাগবে। পরবর্তীতে লোড ম্যানেজমেন্ট এর মাধ্যমে অন্য এলাকায় লোডশেডিং বাড়িয়ে পুড়ে যাওয়া ট্রান্সফরমারের ফিডারে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। পুড়ে যাওয়া ট্রান্সফরমার পূরনো হয়ে গিয়েছিলো বলে তিনি জানান।
এদিকে কোনাবাড়ি শিল্প এলাকার সাধারণ মানুষ বলেন, এই গরমে বিদ্যুৎ বিহীন অবস্থায় খুবই কষ্ট হবে , যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ না হবে।