কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল,
- আপডেট টাইম : ০৪:২৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৫ এপ্রিল) চন্দ্রা পিকনিক স্পটে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ পাল। দোয়া ও ইফতারে আরো উপস্থিত ছিলেন ছিলেন, কালিয়াকৈর পৌর প্রেসক্লাবের সভাপতি মীর রবিউল করিম, সাধারণ সম্পাদক শোয়াইব মৃধা,এবং বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলার প্রচার সম্পাদক দুলাল আহামেদ দোলন সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দ। এসময় অন্যান্য আলোচনার পাশাপাশি সভাপতি নাজিম উদ্দিন বলেন, আমরা সাংবাদিক বৃন্দ দেশের ও জনগণের স্বার্থে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে সংবাদ লিখবো মর্মে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ বক্তব্য সমর্থন করেন ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত অথিতি বৃন্দ জুনিয়র সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা মহান পেশা। এ পেশাকে সঠিক ভাবে দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে।
এদিকে মাগরিবের আযানের সাথে সাথেই ইফতার সম্পন্ন করে মুসলিম সাংবাদিক বৃন্দ নামাজ আদায় করেন।