বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল

- আপডেট টাইম : ০৫:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৮২ ১৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৫ এপ্রিল) চন্দ্রা পিকনিক স্পটে দোয়া ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ পাল। এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর প্রেসক্লাবের সভাপতি মীর রবিউল করিম, সাধারণ সম্পাদক শোয়াইব মৃধা, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম শিকদার এবং বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলার প্রচার সম্পাদক দুলাল আহামেদ দোলন সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দ। এসময় অন্যান্য আলোচনার পাশাপাশি সভাপতি নাজিম উদ্দিন বলেন, আমরা সাংবাদিক বৃন্দ দেশের ও জনগণের স্বার্থে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে সংবাদ লিখবো মর্মে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ বক্তব্য সমর্থন করেন ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ। উক্ত ইফতার পার্টিতে উপস্থিত অথিতি বৃন্দ জুনিয়র সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা মহান পেশা। এ পেশাকে সঠিক ভাবে দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে।
এদিকে মাগরিবের আযানের সাথে সাথেই ইফতার সম্পন্ন করে মুসলিম সাংবাদিক বৃন্দ নামাজ আদায় করেন।