কাশিমপুরে ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্য ও ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার
- আপডেট টাইম : ০১:২১:০৬ অপরাহ্ণ, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৬৯ ৫০০০.০ বার পাঠক
সোমবার(০১ এপ্রিল)রাত ০২.৪৫ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল সোনালী পল্লী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মিথ্যা মামলার ভয়-ভীতি ও হুমকি ধামকি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাকে দেখে সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে মো: রাজ্জাক মিয়া নামের এক ভুয়া ডিবি পুলিশের সদস্যকে আটক করে এবং অপরদিকে ২ নং ওয়ার্ডের লস্করচালা এলাকার খান ব্রাদার্স ফুটবল খেলার মাঠের সামনের পাকা রাস্তার উপর ডাকাতি প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহমান,শাহীন খলিফা,সুজন ও রবিউল ইসলাম নামের ডাকাত চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি স্টিলের চাপাতি,একটি লোহার তৈরি তালা ভাঙার কাটার ও একটি নাম্বারবিহীন নীল রংয়ের পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান বলেন,ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সময় এক সদস্যকে ও ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।