চট্টগ্রাম বাঁশখালী থানার হত্যা মামলার আসামি নুরুল আলম ও ইউসুফ ফের চাঁদাবাজি চাঁদাবাজি মামলায় আটক
- আপডেট টাইম : ০৪:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
বাঁশখালী থানাধীন পৌরসভা ৬ নং ওয়ার্ডের উত্তর জলদী রুদ্রপাড়ার মৃত জগত চন্দ্র রুদ্রের পুত্র মৃত কৃষ্ণমোহন রুদ্র হত্যা মামলা নং-২৪/জিআর-২৫১/২২ এর চার্জশীট’ভূক্ত ১ নং আসামী মোঃইউসুফ ৪ নং আসামি নুরুল আলম গং বিজ্ঞ আদালত হইতে জামিনে এসে বাদীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে. এবং বাদীর পরিবারের নিকট গত-২১ ফেব্রুয়ারি ২৪ ইং মোটা অংকের চাঁদা দাবি করে. চাদাঁ না দিলে বাদীর লক্ষাধিক টাকার কলা বাগান ও শিমের সবজি বাগান কেটে বিনষ্ট করিয়া ক্ষতিসাধন করায় উক্ত ঘটনার বিষয়ে বাঁশখালী থানার মামলা নং-৩ জি আর -৬২/২৪ এর এজাহার নামীয় ১ নং আসামি নুরুল আলম ২ নং আসামি মোঃ ইউসুফ উভয় পিতা মৃত রফিক আহমেদ গ্রাম- ৬ নং ওয়ার্ড কাজীর পাড়া পৌরসভা,থানা বাঁশখালী জেলা চট্টগ্রাম -৩১ মার্চ ২৪ ইং উক্ত আসামিগন বাঁশখালী আদালতে চাঁদাবাজি মামলায় জামিনের জন্য আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে আসামি মোঃ নুরুল আলম ও মোহাম্মদ ইউসুফকে জেল হাজাতে প্রেরনের নির্দেশ প্রদান করেন. উক্ত আসমিরা বর্তমানে জেল হাজতে রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়-