ঈদকে সামনে রেখে মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় ফুটপাতও পিছিয়ে নেই
- আপডেট টাইম : ০৫:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারের বিভিন্ন মার্কেটের বস্ত্র বিতানসহ ফুটপাতেও নতুন জামা কাপড়ের ক্রেতাদের উপচেপড়া ভিড়। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত কালিয়াকৈর বাজার। বিশেষ করে ২৯শে মার্চ রোজ শুক্রবার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পলিথিন টানিয়ে প্রায় একশো দোকান বসে। যেখানে জামা, প্যান্ট, জুতাসহ বাচ্চাদের ও সব বয়সের মানুষের জন্য সূলভ মূল্যে বিভিন্ন প্রকার পোশাক বিক্রি হয়। এখানেও সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকে। উক্ত বিদ্যালয়ের মাঠে এক দোকানদার লাল মিয়া বলেন, আমার মার্কেটে দোকান আছে। এরপরও শুক্রবার হলে গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নতুন জামা কাপড় বিক্রি করার জন্য আসি। তিনি আরও বলেন, এই মাঠে ঈদের কাছাকাছি সময়ে প্রচুর পরিমাণে নতুন জামা কাপড় বিক্রি হচ্ছে। বস্ত্র বিতানের দোকানিরা আরও বলেন, এপ্রিলের এক তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত নতুন পোশাক ক্রেতাদের ভিড় আরও অনেকাংশে বেড়ে যাবে। এদিকে ক্রেতাদের মধ্যে কেউ বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে, শশুর-শাশুড়িসহ সামর্থ্য অনুযায়ী অন্যান্য আত্নীয় স্বজনদের জন্যও নতুন জামা কাপড় কিনতে আসছেন। অন্যান্য একাধিক দোকানিরা বলেন, মানুষ এখন আর অভাবী নয়। মোটামুটি সব শ্রেণী পেশার মানুষ কেনাকাটা করছেন। এদিকে একাধিক ক্রেতারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন আর অভাব নেই, আমরা জনগণ এই সরকারের আমলে কর্মের মাধ্যমে আর্থিক ভাবে অনেক ভালো ভাবে জীবন যাপন করতেছি এবং আশা করছি সামনের দিনগুলোতে এর চেয়েও আরও ভালোভাবে অতিবাহিত করবো ইনশাআল্লাহ।