আমতলীতে সড়ক দূর্ঘটনায় চেয়ারম্যন প্রার্থীসহ নিহত -২ আহত-২

- আপডেট টাইম : ০৬:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ৩২৩ ১৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা (প্রতিনিধি)
বরগুনা আমতলীর পটুয়াখালী সড়কের মহিষকাটা নামক স্থানে আজ রাত ৯টার দিকে ঘটে মুখোমুখী ট্রাক মাইক্রো সংঘর্ষে নিহত -২ এবং আহত-২বরগুনা,আমতলীতে সড়ক দূর্ঘটনায় চেয়ারম্যন প্রার্থীসহ নিহত -২ আহত-২
বরগুনা আমতলীর পটুয়াখালী সড়কের মহিষকাটা নামক স্থানে আজ রাত ৯টার দিকে ঘটে মুখোমুখী ট্রাক মাইক্রো সংঘর্ষে নিহত -২ এবং মোঃ তুহিন(৪০) তিনি কলাপাড়া উপজেলার স্বেচ্ছাসেবকলিকের সাধারণ যুগ্ম সম্পাদক এবং মোঃ তোহফিক আহমেদ(৪০) তিনি মৌলাদী থানার নাজিরপূর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ঢাকা পল্টনের স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আহতহন।
আমতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সরাসরি মাইক্রোবাসটিকে চাপা দিয়ে দেয়! এর ফলে মাইক্রোবাসটি দুমড়ে মুড়চে যায়! সাথে সাথে ঘটনাস্থলে দুজন মারা যায়। এবং ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।