আশুলিয়ায় রাজু দেওয়ানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ
- আপডেট টাইম : ০৬:৪১:০১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ৩৪৫ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া জিরাবো এলাকা থেকে ফার্মেসিতে হামলা নামক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ।একশ্রেণির কুচক্রী মহলে,রাজু দেওয়ানের জনপ্রিয়তায় ঈষান্নীত হয়ে।দলের ভাবমূর্তি নষ্ট করতে মাষ্টার প্লান তৈরি করে,মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দিয়ে হেয়প্রতিপন্ন করেছেন।গণমাধ্যমকর্মীদেরকে মিথ্যা তথ্য দিয়ে ভুল নিউজ প্রকশ করেছেন।উক্ত নিউজের বিষয়ে রাজু দেওয়ান বলেন ঃসত্রুতা মুলক ভাবে আমাকে হেয় করতে,ও আমার বাবার সম্মান নষ্ট করতে,মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি বিদ্রুপ মন্তব্য করে অভিযোগ করিয়েছেন।আমি গণমাধ্যমকর্মীদের বলবো আপনারা দয়া করে একটু সময় নিয়ে তদন্ত পর্যবেক্ষন করুন।সত্য তথ্য তুলে ধরে নিউজ করুন।সামন্য কারনে কারো সম্মান নষ্ট হোক এমন নিউজ করা থেকে নিজেকে বিরত রাখুন।আমি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নই।আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।আমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছিলেন।আমি এই দেশের মানুষের জন্য,সাভার আশুলিয়াবাসীর জন্য নিজেকে বিলিয়ে দিবো।একশ্রেণির কুচক্রী মহল জামাত শিবিরের একাধিক মামলার আসামীরা।বিরোধী দলের মদদ দাঁতারা,আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে।আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিছেন,যেটা আদৌ সত্য নয়।আমি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেই সাথে বলবো আসুন সংঘাত নয় সমাধান চাই।সরকারের নির্দেশনা মেনে চলি সুখী সুন্দর জীবন গড়ি।দেশের উন্নয়নে মন থেকে সকল হিংসা-বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।আমার রাজনৈতিক বিষয় নিয়ে অথবা সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।