সহকারী অধ্যাপক মোঃ মমতাজ আলী চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে মাসিক স্বর্ণলেখা তুলে দেন
- আপডেট টাইম : ০৯:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৮ ৫০০০.০ বার পাঠক
৩৬, আয়েশা কটেজে খুলনা আর্ট একাডেমি অবস্থিত। এটি একটি শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠান।২০০৩ সাল থেকে এই প্রতিষ্ঠান চিত্রশিল্পী মিলন বিশ্বাস
পরিচালনা করেন। এজন্য খুলনা তথা দেশের অনেক গুণীজনের সাথে পরিচয় ঘটেছে। তাদের মধ্যে
মোঃ মমতাজ আলী একজন গুণী মানুষ। সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
হিসাববিজ্ঞান বিভাগ আহসানুল্লাহ কলেজ, খুলনা। তিনি নবীন প্রজন্মকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন তাই মাসিক স্বর্ণলেখা সংস্কৃতিক শিক্ষামূলক একটি পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন,এবং বিভিন্ন সংগঠনের সম্মানিত পদে দায়িত্ব পালন করছেন। তিনি শুধু একজন শিক্ষক নয় লেখক, কথা সাহিত্যিক, কথক, গবেষক ,উপস্থাপক বাংলাদেশ বেতার খুলনা।
খুলনার সাহিত্যাঙ্গনে তার সুনাম ছড়িয়ে রয়েছে।
খুলনা আর্ট একাডেমিতে চারুকলা ভর্তি কোচিং এর ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে
সর্বক্ষণিক সময় শিল্পচর্চার নানানকলা কৌশল প্রশিক্ষণ দিয়ে নিজেকে নানান কর্মকাণ্ডের সাথে ব্যস্ত রাখেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।তার প্রিয় শিক্ষার্থীদের শিল্পকর্ম তৈরি করার নানান কৌশলের শিক্ষা দিয়ে থাকেন।আজ ১২ই ফেব্রুয়ারি রোজ সোমবার
ক্লাস চলাকালীন সময়ে মোঃ মমতাজ আলী
এসে মাসিক স্বর্নলেখা পত্রিকাটি তুলে দিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির ১৪ তম ব্যাচের বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা চয়ন মন্ডল,তীর্থ সলিল ঠাকুর, মুন্নি খাতুন, সৌহার্দ্য বিশ্বাস, শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস।স্যারের আগমনে সবাই অত্যন্ত আনন্দিত। নবীনরা স্যারকে পেয়ে স্যারের কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পেরেছে।এ সময় তীর্থ সলিল ঠাকুর খালি গলায় একটি গান পরিবেশন করেন, এবং মুন্নি খাতুন একটি শিক্ষনীয় একক অভিনয় করে সবাইকে আনন্দ দেন। সর্বশেষ নবীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মোঃ মমতাজ আলী প্রশংসা করেন এবং সকলকে আশীর্বাদ করেন তারা যেন শিল্প সাধনায় সফল হতে পারেন।ও ঘুরে ঘুরে খুলনা আর্ট একাডেমির শিল্পকর্ম
দেখে তিনি প্রশংসা করেন পরিচালক কে সাধুবাদ জানান ।সমাজের জন্য এগুলো অনেক শিক্ষণীয় ভবিষ্যতে নবীন প্রজন্মরা আপনার প্রতিষ্ঠান থেকে অনেক কিছুই শিক্ষা অর্জন করতে পারবে এমনটা প্রকাশ করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছে। সর্বশেষ সকলকে শুভকামনা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নেন। তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যারকে ধন্যবাদ জানিয়ে পুনরায় আসার আমন্ত্রণ জানান।
তারিখঃ১২-০২-২০২৪