ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ টঙ্গী থানা মহিলা যুবলীগ সভাপতি নাসরিন এর দাপটে হচ্ছে হত্যা আর অন্যের জমি জবর দখল! নাসরিনকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ!

চট্টগ্রাম বাঁশখালী থানা এলাকার উত্তর জলদিতে কৃষ্ণ মোহন রুদ্র হত্যা মামলার আসামিরা বাদীর পরিবার’কে হত্যা ও মামলা প্রত্যাহারের হুমকি.আইনগত ব্যবস্থা জরুরি

সময়ের কণ্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৩:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৩৮ ৫০০০.০ বার পাঠক

পূর্ব শত্রুতা ও সম্পত্তির বিরোধের জের ধরে বিগত-১৭ জুন ২২ইং তারিখ বাঁশখালী উত্তর জলদির কৃষ্ণ মোহন রুদ্র (৭০) তাহার জমির কলাবাগান ও পেঁপে বাগান দেখাশুনা করার জন্য জমিতে গেলে হত্যা মামলার আসামি ১।মোঃ ইউসুফ ২।মোঃ আশেক ৩।দিলওয়ারা বেগম ৪।নুরুল আলম ৫।মোস্তাক আহমদ গ্রাম বাঁশখালীর উত্তর জলদি ৬নং ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা সকল আসামিগন- উত্তর জলদি ৬ নং ওয়ার্ডের রুদ্র পাড়ার মৃত জগৎ চন্দ্রের পুত্রকে পরিকল্পিত’ভাবে কৃষ্ণ মোহন রুদ্র (৭০)কে নৃশংসভাবে হত্যা করে, উক্ত ঘটনার বিষয়ে মৃতের স্ত্রী রিনা রানি রুদ্র বাদী হয়ে বাঁশখালী থানায় ১টি হত্যা মামলা নং-২৪(৬)২২ ইং ধারা ৩০২/৩৪ দায়ের করেন,মামলার এজাহার নামীয় ১ও ৪ নং গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালত হতে জামিনে আসিয়া গত-১৬ ডিসেম্বর ২৩ ইং রাত-১০ ঘটিকার সময় পলাতক আসামিগণ’সহ পরস্পর যোগসা’যোগে চাষাবাদে আরোপিত কলা বাগান শিব ও পেঁপে বাগান কাটিয়া বিনষ্ট করে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে, গত-২২ জানুয়ারি ২৪ ইং তারিখে মামলার এজাহার নামীয় ৫ নং পলাতক আসামি মোস্তাক আহমদ পিতা মৃত নজির আহমদ কে সম্প্রতি বাঁশখালী থানা পুলিশ গ্রেফতার করেন – সম্প্রতি বিজ্ঞ আদালত কর্তৃক জামিনে আসা আসামিগণ’সহ আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে বাদিনীর স্বামীর সম্পত্তিতে চাষাবাদের ফসল ও গাছ কেটে ক্ষতিসাধন করেন,আসামিদের কাজে বাধাঁ দিলে,ও আসামিদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার না করিলে আসামিগন প্রকাশ্য হুমকি দিয়ে বলে যে মৃত কৃষ্ণমোহন রুদ্রের মত বাদীনির সম্পূর্ণ পরিবার-পরিজনকে এক যোগে হত্যা করে লাশ গুম করার হুমকি-ও ভয়ভীতি প্রদর্শন করিলে বাদীনি নিজ প্রাণ রক্ষার্থে নিরুপায় হইয়া পড়ে, এবং সংখ্যালঘু বলে আসামিরা ঘর ও ভিটা বাড়ি ছাড়া করিবে মর্মে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায়, উক্ত বিষয়ে বাদীনির দেবর সনাতন রুদ্র ৩ জানুয়ারি ২৪ ইং বাঁশখালী থানায় ১টি জিডি করেন যাহা বাঁশখালী থানার জিড়ি -নং-১৬৫ তাং-৩/০১/২৪ ইং জিড়ি তদন্ত করছেন বাঁশখালী থানার এ.এস.আই মাইন উদ্দিন চৌঃ উক্ত ঘটনার বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি’র) নিকট জানতে চাইলে তিনি মুঠো’ফোনে বলেন এই বিষয়ে আমি অবগত আছি এ’সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে -উক্ত ঘটনার বিষয়ে বাদী পক্ষ আইনগত প্রতিকার চেয়ে উত্তর জলদির চিহ্নিত সন্ত্রাসী হত্যা মামলার আসামি ও পেশাদার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশ সুপার চট্টগ্রাম ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি’র) সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম বাঁশখালী থানা এলাকার উত্তর জলদিতে কৃষ্ণ মোহন রুদ্র হত্যা মামলার আসামিরা বাদীর পরিবার’কে হত্যা ও মামলা প্রত্যাহারের হুমকি.আইনগত ব্যবস্থা জরুরি

আপডেট টাইম : ০৩:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

পূর্ব শত্রুতা ও সম্পত্তির বিরোধের জের ধরে বিগত-১৭ জুন ২২ইং তারিখ বাঁশখালী উত্তর জলদির কৃষ্ণ মোহন রুদ্র (৭০) তাহার জমির কলাবাগান ও পেঁপে বাগান দেখাশুনা করার জন্য জমিতে গেলে হত্যা মামলার আসামি ১।মোঃ ইউসুফ ২।মোঃ আশেক ৩।দিলওয়ারা বেগম ৪।নুরুল আলম ৫।মোস্তাক আহমদ গ্রাম বাঁশখালীর উত্তর জলদি ৬নং ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা সকল আসামিগন- উত্তর জলদি ৬ নং ওয়ার্ডের রুদ্র পাড়ার মৃত জগৎ চন্দ্রের পুত্রকে পরিকল্পিত’ভাবে কৃষ্ণ মোহন রুদ্র (৭০)কে নৃশংসভাবে হত্যা করে, উক্ত ঘটনার বিষয়ে মৃতের স্ত্রী রিনা রানি রুদ্র বাদী হয়ে বাঁশখালী থানায় ১টি হত্যা মামলা নং-২৪(৬)২২ ইং ধারা ৩০২/৩৪ দায়ের করেন,মামলার এজাহার নামীয় ১ও ৪ নং গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালত হতে জামিনে আসিয়া গত-১৬ ডিসেম্বর ২৩ ইং রাত-১০ ঘটিকার সময় পলাতক আসামিগণ’সহ পরস্পর যোগসা’যোগে চাষাবাদে আরোপিত কলা বাগান শিব ও পেঁপে বাগান কাটিয়া বিনষ্ট করে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে, গত-২২ জানুয়ারি ২৪ ইং তারিখে মামলার এজাহার নামীয় ৫ নং পলাতক আসামি মোস্তাক আহমদ পিতা মৃত নজির আহমদ কে সম্প্রতি বাঁশখালী থানা পুলিশ গ্রেফতার করেন – সম্প্রতি বিজ্ঞ আদালত কর্তৃক জামিনে আসা আসামিগণ’সহ আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে বাদিনীর স্বামীর সম্পত্তিতে চাষাবাদের ফসল ও গাছ কেটে ক্ষতিসাধন করেন,আসামিদের কাজে বাধাঁ দিলে,ও আসামিদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার না করিলে আসামিগন প্রকাশ্য হুমকি দিয়ে বলে যে মৃত কৃষ্ণমোহন রুদ্রের মত বাদীনির সম্পূর্ণ পরিবার-পরিজনকে এক যোগে হত্যা করে লাশ গুম করার হুমকি-ও ভয়ভীতি প্রদর্শন করিলে বাদীনি নিজ প্রাণ রক্ষার্থে নিরুপায় হইয়া পড়ে, এবং সংখ্যালঘু বলে আসামিরা ঘর ও ভিটা বাড়ি ছাড়া করিবে মর্মে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায়, উক্ত বিষয়ে বাদীনির দেবর সনাতন রুদ্র ৩ জানুয়ারি ২৪ ইং বাঁশখালী থানায় ১টি জিডি করেন যাহা বাঁশখালী থানার জিড়ি -নং-১৬৫ তাং-৩/০১/২৪ ইং জিড়ি তদন্ত করছেন বাঁশখালী থানার এ.এস.আই মাইন উদ্দিন চৌঃ উক্ত ঘটনার বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি’র) নিকট জানতে চাইলে তিনি মুঠো’ফোনে বলেন এই বিষয়ে আমি অবগত আছি এ’সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে -উক্ত ঘটনার বিষয়ে বাদী পক্ষ আইনগত প্রতিকার চেয়ে উত্তর জলদির চিহ্নিত সন্ত্রাসী হত্যা মামলার আসামি ও পেশাদার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশ সুপার চট্টগ্রাম ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি’র) সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।