নারায়ণগঞ্জের বাড়িতে ‘গ্যাস জমে’ বিস্ফোরণ ॥ মৃত্যু বেড়ে
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ২৫৯ ৫০০০.০ বার পাঠক
নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার।।
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরে ছয়তলার ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে সাব্বির হোসেন (১৫) নামে এই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে। সাব্বির মাসদাইর এলাকার মো. শামীম মিয়ার ছেলে।
সোমবার রাতে মাসদাইর এলাকায় হাজি ভিলার ছয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হন।
চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের ছেলে মিনহাজ, চাচাত শ্যালক মাহফুজের (১৩) মৃত্যু হয়।
আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়েছে। এখনও ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও মেয়ে আফসানা আক্তার (৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণে বাসার দরজা-জানালার কাঁচ ভেঙে গেছে। আসবাবপত্রসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে রান্নার চুলা থেকে গ্যাস জমে থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।