সংবাদ শিরোনাম ::
মশা নিধনে ভাটারায় ডিএনসিসির অভিযান

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৭:০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ৩০৪ ১৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
মশা নিধনে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ শনিবার (১৩ মার্চ) সকাল ৮টায় ভাটারা থানার সামনে ১০০ ফুট সড়ক থেকে (আমেরিকান দূতাবাসের বিপরীতে) এই অভিযান শুরু হয়।
সকাল সাড়ে ৮টায় এ কর্মসূচি পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘নগরে কিউলেক্স মশার উপদ্রব বেড়ে গেছে। তাই গত ৮ মার্চ থেকে মশা নিধনে তারা ডিএনসিসি বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এই অভিযানে এক হাজার ৪০০ মশক কর্মী কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘অভিযানে দেখেছি, ব্যক্তি মালিকানাধীন জলাশয়ে মশার প্রজনন বেশি। এসব নিজ দায়িত্বে জায়গা মালিককে পরিষ্কার রাখতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
আরো খবর.......