ঘাটাইলে দেওপাড়ায় নবনির্বাচিত এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানাকে গণসংবর্ধনা

- আপডেট টাইম : ০১:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮ নং দেওপাড়া ইউনিয়নের সাবেক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও নাগরিক কমিটির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে ইউনিয়নের দেলুটিয়া বাজার প্রাঙ্গণে ইকো লিফট লিমিটেডের এম ডি ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন আকন্দ হেপলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ. ন. ম. বজলুর রহীম রিপন, আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হীরা, শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক স্টোর অফিসার মোঃ নাজিম উদ্দিন, এম,কে,ডি আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।