ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক সমাবেশ কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগে বরখাস্ত কঠিন সময়ে কীভাবে পাশে ছিলেন স্ত্রী, জানালেন কোহলি ইতালিতে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার তালিকায় নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা সরকারকে ধন্যবাদ দিয়ে আরো যা ‘পদক্ষেপ’ নিতে বললেন নূরুল কবির মেগা মানডে’: ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী অর্থের লোভ দেখিয়ে ‘গণঅভ্যুত্থানের’ ব্যর্থ চেষ্টা, নেপথ্যে কারা? ইমরান খানের হাজারো সমর্থক গ্রেপ্তার

বিবাদ ঠেকাতে স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ

সময়ের কন্ঠ ডেষ্ক
  • আপডেট টাইম : ০২:০১:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
  • / ৯০ ৫০০০.০ বার পাঠক

ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করায় তৃর্ণমূল পর্যায়ে চরম বিশৃংখলা পরিস্থিতিতে পড়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৬২ জন ডামি প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরোধ এখন চরমে পৌঁছেছে। এরোই মধ্যে অভ্যন্তরীণ বিরোধ এবং বিরোধে কয়েকজন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে দলটি এখন স্থানীয় পর্যায়ের নির্বাচনে ‘নৌকা প্রতীক’ না দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সকল স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী রোববার ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

গণভবনের আমন্ত্রণ পেয়েছেন জানিয়ে ঢাকা-২০ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি আমন্ত্রণ পেয়েছি, ইনশাআল্লাহ ২৮ তারিখ গণভবনে যাব। আমি চাই, আমি সরকারি দলের একজন সংসদ সদস্য হিসেবে যেন সংসদে যোগদান করি।

সূত্র জানায়, সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য, বিশেষ করে দলীয় নেতা যাঁরা স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের ভূমিকা কী হবে, তাঁদের পাওয়া আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন কীভাবে বা কাদের বণ্টন করা হবেএসব বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিতে পারেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তাদের পর সবচেয়ে বেশি ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয় সংখ্যানুপাতিক হারে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সবাই মিলে যদি স্বতন্ত্র জোট করে নির্বাচন কমিশনকে চিঠি দেন, তাহলে তারা মোট ১০টি সংরক্ষিত আসন পাবেন। আবার ৬ জন মিলে জোট করে একটি করে আসনও তারা নিতে পারেন। এসব নিয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

ইসি সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের বিষয়ে অবস্থান জানতে চেয়ে স্বতন্ত্র সংসদ সদস্যদের ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার ২১ কার্যদিবসের (৬ ফেব্রুয়ারি) মধ্যে জোট গঠনের বিষয়টি জানাতে হবে। এ সময়ের মধ্যে কোনো স্বতন্ত্র সদস্য কোনো জোটে না গেলে তাঁদের নিয়ে আলাদা স্বতন্ত্র জোট গঠন করা হয়েছে বলে গণ্য হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসন নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যরা অনেকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। নানা ধরনের তদবিরও চলছে।

সমঝোতার ২৬ আসনসহ জাতীয় পার্টি ২৮৬ আসনে প্রার্থী দিয়ে ১১টিতে জয় লাভ করে। সংসদে স্বতন্ত্র সদস্যরা বিরোধী দল হতে অনাগ্রহ প্রকাশ করায় ১১ আসন পাওয়া জাতীয় পার্টিকে বিরোধী দল করা হতে পারে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিবাদ ঠেকাতে স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ

আপডেট টাইম : ০২:০১:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করায় তৃর্ণমূল পর্যায়ে চরম বিশৃংখলা পরিস্থিতিতে পড়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৬২ জন ডামি প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরোধ এখন চরমে পৌঁছেছে। এরোই মধ্যে অভ্যন্তরীণ বিরোধ এবং বিরোধে কয়েকজন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে দলটি এখন স্থানীয় পর্যায়ের নির্বাচনে ‘নৌকা প্রতীক’ না দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সকল স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী রোববার ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

গণভবনের আমন্ত্রণ পেয়েছেন জানিয়ে ঢাকা-২০ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি আমন্ত্রণ পেয়েছি, ইনশাআল্লাহ ২৮ তারিখ গণভবনে যাব। আমি চাই, আমি সরকারি দলের একজন সংসদ সদস্য হিসেবে যেন সংসদে যোগদান করি।

সূত্র জানায়, সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য, বিশেষ করে দলীয় নেতা যাঁরা স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের ভূমিকা কী হবে, তাঁদের পাওয়া আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন কীভাবে বা কাদের বণ্টন করা হবেএসব বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিতে পারেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তাদের পর সবচেয়ে বেশি ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয় সংখ্যানুপাতিক হারে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সবাই মিলে যদি স্বতন্ত্র জোট করে নির্বাচন কমিশনকে চিঠি দেন, তাহলে তারা মোট ১০টি সংরক্ষিত আসন পাবেন। আবার ৬ জন মিলে জোট করে একটি করে আসনও তারা নিতে পারেন। এসব নিয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

ইসি সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের বিষয়ে অবস্থান জানতে চেয়ে স্বতন্ত্র সংসদ সদস্যদের ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার ২১ কার্যদিবসের (৬ ফেব্রুয়ারি) মধ্যে জোট গঠনের বিষয়টি জানাতে হবে। এ সময়ের মধ্যে কোনো স্বতন্ত্র সদস্য কোনো জোটে না গেলে তাঁদের নিয়ে আলাদা স্বতন্ত্র জোট গঠন করা হয়েছে বলে গণ্য হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসন নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যরা অনেকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। নানা ধরনের তদবিরও চলছে।

সমঝোতার ২৬ আসনসহ জাতীয় পার্টি ২৮৬ আসনে প্রার্থী দিয়ে ১১টিতে জয় লাভ করে। সংসদে স্বতন্ত্র সদস্যরা বিরোধী দল হতে অনাগ্রহ প্রকাশ করায় ১১ আসন পাওয়া জাতীয় পার্টিকে বিরোধী দল করা হতে পারে।