ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে সাংবাদিকের বাড়িতে চুরি

- আপডেট টাইম : ১২:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১০৩ ১৫০০০.০ বার পাঠক
জাতীয় পএিকা সংগ্রাম প্রতিদিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সুমন আলীর এরবাড়িতে চুরি হয়েছে। চোরের দল ঘরের দরজা ভেঙে নগদ ৩০হাজার টাকা বাইসাইকেল মোবাইল ফোন সহ মূল্য বান জিনিস পএ নিয়ে গেছে। সোমবার গভীর রাতে জেলার রুহিয়া কশালগাও গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানায় সোমবার গভীর রাতে তারাঘরে থাকা সমস্ত মালামাল প্রথমে তছনছ করে পরেনগদ ৩০হাজার টাকা বাইসাইকেল দামিফোন সহ অন্যান্য মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে চুরির ঘটনা তাদের নজরে আসে। সাংবাদিক সুমন আলী জানান রাতে কাজ শেষ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত দুইটার পর কোনো এক সময় চোর সিধ কেটে ঘরে ঢুকে চুরি সংঘটিত করে। এ সময় চোর ঘরে থাকা একটি বাইসাইকেল মোবাইল ফোন সহ নগদ ৩০হাজার টাকা চুরি করে নিয়ে যায়।সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা দেখতে পান সাংবাদিক সুমন। এ ঘটনায় রুহিয়া থানায় একটি অভিযোগ জানিয়েছেন তিনি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গুলফানুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি। তদন্ত করে চোরকে ধরার চেষ্টা চলছে।