গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক দখল করে, দোকান বসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বাণিজ্যের অভিযোগ পাওয়া গিয়েছে একটি চক্রের বিরুদ্ধে
- আপডেট টাইম : ০৮:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ৮৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৫৭ নং ওয়ার্ডে টঙ্গী বাজার মিতালী পাম্পের দক্ষিণে মহা সড়কের যায়গা দখল করে রাজনৈতিক ছত্রছায়ায় টঙ্গী বাজার হতে আব্দুল্লাপুর ব্রিজ পযন্ত মহাসড়ক দখল করে বিভিন্ন ধারনের দোকান বসিয়ে এবং অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সারা জমিনে গিয়ে দেখা যায় সুলতান মার্কেটের সামনে, মিতালী পাম্পের দক্ষিনে সিএমবির জায়গা থেকেআব্দুল্লাহপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৪/৫ শত বিভিন্ন দোকান পাঠ বসিয়ে প্রতিটি দোকান থেকে ৩০০/৪০০ টাকা চাঁদা আদায় করছে ঐ চক্রটি। এ ছাড়াও অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ৫০ থেকে ১০০ টাকা প্রতিদিন হাতিয়ে নিচ্ছে ওই চক্র। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার জানাই টঙ্গী বাজার হকার্স সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী ওরফে বস্তা আলী, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ ওরফে বেগ শামীম এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ওরফে বাট্টু কবির প্রতিদিন ফুটফাতের দোকান থেকে চাঁদা উঠায়। আরো জানা যায় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে ফুটপাতে চাঁদাবাজির বাণিজ্য। তারা আরও জানাই স্থানীয় কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে তারা মহাসড়ক দখল করে কাপড়ের দোকান লুঙ্গির দোকান গেঞ্জি শীতের কাপড় এবং তরকারি দোকান বসিয়ে হাতিয়ে পিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এ বিষয়ে টঙ্গী বাজার হকার্স সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।