রাজনীতি ও সাহিত্যের উজ্জল নক্ষত্র এডভোকেট বাকীবিল্লাহ্
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
সুমিষ্টভাষী রাজপথের লড়াকু যোদ্ধা জামালপুরের ছাত্র রাজনীতির পথিকৃত কবি ও আইনজিবী বাকীবিল্লাহ্। সর্বমহলে বিল্লাহ্ ভাই নামে পরিচিত। বিল্লাহ্ ভাই তৃণমূল নেতাকর্মীকে সুসংগঠিত করে জামালপুরে আওয়ামীলীগ আজ শক্তিশালী রাজনৈতিক দলে পরিনত হয়েছে।
জামালপুর শহরে এক সময় ছাত্রলীগ মিছিল মিছিল মিটিং করতে পারতো না। মিছিল বের করলেই ছিল পুলিশী নির্যাতন। মামলা হয়রানি ছিল নিত্য দিনের ব্যপার। মামলা ছিল নিত্য দিনের ঘটনা। ১৯৮৭ সালের ১০ নভেম্বর শৈ^রাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে মাঠ কাঁপিয়ে তুলেছিলেন বাকীবিল্লাহ্্। সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে পরপর দুই বার ভিপি ও জিএস নির্বাচিত হন। কলেজের ইতিহাসে তিনিই রেকর্ডকৃত ভিপি ও জিএস। ১৯৯০ সনে এরশাদ সরকারের পতনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বিএনপি ও জামায়াত জোটধারী আরেক শৈ^রাচারী সরকার। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই হয়রানি শুরু করে ছাত্রলীগের উপর। ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে নিজ বাসায় ঘুমাতে পারতো না। বাকীবিল্লাহ্ কে গ্রেফতার করার জন্য উঠেপড়ে লাগে পুলিশ প্রশাসন। এক পর্যায়ে তিনি গ্রেফতার হন। সে সময় শ্লোগান ছিল জেলের তালা ভাঙ্গবো বিল্লাহ্ কে আনবো। বাকীবিল্লাহ্ রাজনীতির আকাশে এক উজ্জল নক্ষত্র। শুধু রাজনীতি নয় শিল্প সাহিত্যে ছিল অগাধ বিচরণ। তিনি ছিলেন একাধারে কবি ও সাংবাদিক। লিখেছেন অসংখ্য কবিতা। তার কবিতার মধ্যে পাওয়া যেতো বঙ্গবন্ধু ও দেশ প্রেমের কথা। তিনি বঙ্গবন্ধুকে এতটাই ভালোবাসতেন যে, তার প্রতিটি কবিতার লাইনে ছিলো বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু। তিনি আজ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি হয়ে দেশ ও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন।