পাথরঘাটায় ভোটারগণ ভোটকে ঈদের আমেজ মনে করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন
- আপডেট টাইম : ০৫:৪৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৯৪ ১৫০০০.০ বার পাঠক
আজ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বরগুনা ২ আসনের ভোটারদের মাঝে এক প্রকার আনন্দ উৎফুল্ল দেখা যাচ্ছে, তাই ভোটাররা ঈদের আনন্দ মনে করে রাত পোহানোর সাথে সাথেই শীতকে উপেক্ষা করে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন।
পাথরঘাটা বামনা বেতাগী এই তিন উপজেলা নিয়ে সংসদীয় বরগুনা ২ আসন। জাতীয় পার্টি কংগ্রেস ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি সহ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরার সাথে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানকার জনসাধারণের কাছে ভোট সম্পর্কে জানতে চাইলে তারা দৈনিক সময়ের কণ্ঠকে জানান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টানা চতুর্থ বারসহ পঞ্চম বারের মত মাননীয় শেখ হাসিনাকে সরকার প্রধান হিসেবে দেখতে চান। ভোট প্রয়োগ করা ভোটারদের সাথে কথা বলে জানা গেছে অত্যন্ত নির্ভীগ্নে কোন রকম ঝামেলা ছাড়াই তারা তাদের ভোট প্রয়োগ করে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা দিনের প্রথম প্রহরে পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রয়োগ করেন।