অবৈধ তফসিল অবৈধ নির্বাচন মানি না,মানবো না, হরতাল চলছে চলবেই।কালিয়াকৈরে মিছিল
- আপডেট টাইম : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
০৬/০১/২০২৪ ইং তারিখ শনিবার সকাল দশটায় গাজীপুরের কালিয়াকৈর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পারভেজ আহমেদের আদেশক্রমে কালিয়াকৈর ও চান্দরা দুটি মিছিল বের হয়,। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর বাইপাস উড়াল সেতুর পশ্চিম পাশে থেকে একটি মিছিল বের হয়, অবৈধ তফসিল,অবৈধ নির্বাচন মানি না মানবো না, হরতাল চলছে চলবে স্লোগানে স্লোগানে বংসায় ব্রিজের কাছে গিয়ে মিছিলটি শেষ হয়,ও চন্দরা জোড়া পাম থেকে একটি মিছিল বের হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী সাইদুল আলম বাবুলের মুক্তির দাবিতে, অবৈধ তফসিল,অবৈধ নির্বাচন মানি না,মানবো না,হরতাল চলছে চলবে স্লোগানের স্লোগানে মিছিলটি কাজলী ফার্মের কাছে এসে শেষ হয়,। দুটি মিছিল কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পারভেজ আহমেদের আদেশে কালিয়াকৈর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল পরিচালনা করেন,।