কাউনিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০১:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
রংপুরের কাউনিয়ায় শহীদবাগ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার, শহীদবাগ স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং শহীদবাগ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিমের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমুখ।
ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় বেইলিব্রীজ ফ্রেন্ডস একাদশ ও শহীদবাগ রয়েল একাদশ, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল।
প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে ১-০ গোলে জয় নিশ্চিত করেন শহীদবাগ রয়েল একাদশ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।।