শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
- আপডেট টাইম : ১১:৫৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক এর সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ নবাবগঞ্জ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুল ইসলাম (তৌহিদ), ২নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (ফতে), নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান (মানিক)। ওই অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, নবাবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বেসরকারী—এনজিওর প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান।