কুুমিল্লা কোতয়ালী’র ভূমি প্রতারক ও মাদক ব্যবসায়ী কে এই – আশিক
- আপডেট টাইম : ০৭:০৬:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ২১৩ ৫০০০.০ বার পাঠক
– সূএ তথ্য মতে জানায় – বাংলাদেশ এঁর কুুমিল্লা জেলা’র কোতোয়ালী থানা’ধীন আদর্শ সদর উপজেলা’র ৩ নং দূর্গাপুর দক্ষীন মডেল ইউনিয়ন পরিষদ এলাকা’র এঁর চম্পকনগর গ্রামে ভূমি প্রতারক, মাদক ব্যবসায়ী, নারী ব্যবসায়ী ও বিভিন্ন অপকর্মের হোতা কে এই আশিক? গনমাধ্যম এঁর কাছে জানতে চাইলে – কুুমিল্লা’র সুশীল সমাজ, গনমাধ্যম আশিক সমন্ধে – সরেজমিনে মাঠ পর্যায়ে – তথ্য সংগ্রহ করে জানতে পারে – আশিক প্রতারক চক্র – দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারনা করে আসছে, মানুষের মুখ থেকে বেরিয়ে এসেছে – আশিক এঁর ভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারনার কৌশল। কিছুদিন আগে উক্ত ইউনিয়নে অবস্হিতো রঙ্গপুর মৌজা’য় এক ব্যাক্তি’র কাছ থেকে ভূমি ক্রয় করবে বলে চম্পকনগর গ্রামে অবস্হিতো উওরন হাউজিংয়ে নূরজাহান বুটিক হাউজে – উক্ত ব্যাক্তিকে নিয়ে তাঁর কাছ থেকে ভূমি’র কাগজ রাখে, ভূমি ক্রয় এঁর নামে উক্ত ভূমি মালিককে কয়েকদিন ঘুড়িয়ে বলে আপনার ভূমি আমি নিবনা, এখন আপনি আমাকে টাকা দেন, না দিলে সব রেখে দেয়ারয়ো হুমকি দেয়, কয়েকদিন পর ভূমি মালিক জানতে পারে তাঁর রঙ্গপুর মৌজা’র ভূমি’র কাগজ দেখিয়ে আশিক আরেক ব্যাক্তি’র কাছ থেকে ৫০০০০০ টাকা হাতিয়ে নেয়। ঐ লোক এখন আশিককে খুঁজছে। এমনভাবে অনেক মানুষের সাথে প্রতারনা করেছে আশিক। আশিক সমন্ধে এলাকা’বাসীরা আরো জানায় আশিক ছোট বেলা থেকে ধর্মপুর এলাকায় থাকতো, মানুষের যাকাত, ফেতরা খাওয়া’র জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো ও নিতো। চুরি, ডাকাতি, ধর্ষন, ঠেকবাজী, ছিনতাই, মাদক ব্যবসায়ো চালাতো, কয়েকটি মামলা হওয়ার পর এলাকা’বাসীর তোপের মুখে আশিক বাংলাদেশ থেকে পালিয়ে যায়, পরবর্তী কয়েক বছর পর আশিক চম্পকনগর এঁর উওরন হাউজিংয়ে নূরজাহান নামক বুটিক হাউজ খুলে পুনরায় মাদক, নারী ব্যবসা সহো আরো অবৈধ কর্ম’কাণ্ড চালাতে থাকে, মাদক সরবারহ এঁর কাজে ব্যাবহার করছে অপ্রাপ্ত বয়স্ক’দের!। বিল্ডিং এঁর বিভিন্ন ফ্লোরে ও বিল্ডিং এঁর ছাদ এঁর বাগানে মাদক এঁর পাইকারী চালান রেখে মাদক ব্যবসা করে, নূরজাহান বুটির এঁর কাপড় এঁর ভাঁজে বিভিন্ন স্হানে পাঠায় ইয়াবা এঁর চালান, প্রশাসন এঁর চোঁখ ফাঁকি দেয়ার জন্য, উক্ত দু্ষ্কৃতকারী আশিককে তাড়াতাড়ি আইন এঁঁর আওতায় এনে দৃষ্টান্তমূলোক সাজা প্রদান করার অনুরোধ জানায় – কুুমিল্লা’র সুশীল সমাজ – বাংলাদেশ পুলিশ এঁর প্রতি।