উখিয়ায় প্রবীণ হাফেজে কুরআন মাওলানা ছৈয়দুর রহমান আর নেই!
- আপডেট টাইম : ০১:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৪৫ ৫০০০.০ বার পাঠক
কক্সবাজারের উখিয়া উপজেলার মৌলভী পাড়া নিবাসী প্রবীণ প্রখ্যাত হাফেজে কুরআন আলহাজ্ব মো : ছৈয়দুর রহমান অদ্য, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি পল্লী চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইসমাইল ও স্কুল শিক্ষক ইসহাকের পিতা। কর্মময় জীবনে তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসায় কুরআনের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরে সুদীর্ঘ কাল তিনি মক্কা -মদিনায় অবস্থান করে কাবা শরিফের খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন। মহান আল্লাহ তায়ালা, তাঁর এ প্রিয় বান্দা হাফেজে কুরআনকে ক্ষমাসহ দ্বীনের পথে খেদমতকে কবুল করে বেহেশতের সুউচ্চ স্থান দান করুন, আমিন।
আজ ৩০ নভেম্বর ২০২৩ইং রোজ- বৃহস্পতিবার রাত ১০ টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুম হুজুরের নামাজে-যানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে মরহুম হুজুরের মৃত্যুর খবর পেয়ে “উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র” পক্ষ থেকে এ প্রখ্যাত হাফেজে কুরআন এর বিদায়ে তাঁর আত্মার মাগফিরাতসহ রেখে যাওয়া সকল আত্মীয়-সজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।