ছগির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সৌরভ গনপাঠাগার চ্যাম্পিয়ন
- আপডেট টাইম : ০২:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১২৩ ৫০০০.০ বার পাঠক
আজ (৮ নভেম্বর) বরগুনা স্টেড়িয়ামে প্রয়াত ফুটবল খেলোয়াড় প্রকৌশলী ছগির ফুটবল টুর্ণামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় সৌরভ গন পাঠাগার ১-০ গোলে কড়ইতলা টাইগার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রথমার্থে উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যার্থ হয়।
দিত্বীয়ার্থের ২৬ মিনিটে সংঘবদ্ধ আক্রমনে হেড দিয়ে সৌরভ গন পাঠাগারের আক্রমন ভাগের খেলোয়াড় শান্ত(১০)গোল করে দলকে এগিয়ে
নেয়।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্য পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ,জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন,ক্রীড়াসংস্হার সাধারন সম্পাদক আলমগীর হোসেন। শ্রেষ্ঠ খেলোয়াড় স্পন্সর ছিলেন গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশন।মধ্য মাঠে খেলা পরিচালনা করেন বাফুফে রেফারি জসিম উদ্দীন সাগর।সহকারী রেফারী ছিলেন,বাফুফে রেফারি মোঃ সাইরুল ইসলাম ও ইকবাল হোসেন।