কমলনগর থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ
- আপডেট টাইম : ০৩:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ২৯৫ ৫০০০.০ বার পাঠক
অদ্য ২২ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম
এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ (কমলনগর থানা) মোহাম্মদ সোলাইমান।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটি-কে পুলিশ সুপার বলেন-শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা,
পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।