নওগাঁয় বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে বজলুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী পালন
- আপডেট টাইম : ০২:৫১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ২১৮ ৫০০০.০ বার পাঠক
:নওগাঁয় বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার আয়োজনে বজলুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী পালন শুক্রবার (২০ অক্টোবর) ৭ টায় এ উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার আয়োজনে শহরের পাইকারী বাজার এলাকার সৈনিক লিগের নিজ অফিস মুক্তিযোদ্ধা মার্কেটে জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ আয়োজন করা হয়েছে।
নওগাঁ জেলা শাখার সভাপতি লতিফুল আলম তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
বজলুর রহমান সংসদ সদস্য শিরীন আহমেদের প্রয়াত স্বামী। তিনি ঐতিহাসিক ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা।
এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে আকবরিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আজাহার আলী সুরাহ পাঠ করে বজলুর রহমানের জন্য দোয়া করেছেন প্রায় পঞ্চাশ জন সদস্যের উপস্থিতিতে মিলাদ মাহফিলের আয়োজন ও করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু সৈনিক লীগ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি পারভেজ মিলন,সহ-সভাপতি আবু সাঈদ রানা,সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন,দপ্তর সম্পাদক গোলাম শারোয়ার সুমন, অর্থ সম্পাদক আহসান আব্দুর রউফ স্বপন প্রমুখ।