বিরামপুরে দূর্বৃত্তের হাতে নিহত ব্যবসায়ির গলাকাটা লাশ উদ্ধার
- আপডেট টাইম : ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৪৮ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের বিরামপুরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে গলাকাটা অবস্থায় হাবিবুর রহমান হিটলার (৪৩) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। হাবিবুর রহমান হিটলার বিরামপুর পৌর এলাকার ৭নং ওয়াডের চাঁদপুর দক্ষিণ পাড়া মহল্লার মনছের আলীর ছেলে । সে কলেজ বাজার এলাকার বটতলায় সবজির দোকান করতো বলে এলাকাসিরা জানিয়েছেন।
নিহতের দ্বিতীয় মেয়ে বিরামপুর সরকারি কলেজের সদ্য সমাপ্ত এইচএসসি শিক্ষার্থী সুবর্ণা খাতুন জানান, আমার বাবা দীর্ঘ ১যুগ ধরে কলেজ বাজার বটতলা এলাকায় সবজির দোকান করত। বুধবার রাতে প্রতিদিনের ন্যায় দোকান শেষে বাড়িতে এসে হাতমুখ পরিষ্কার করে খাবার খেয়ে ঘুমাতে গিয়ে গরুর খাবারের কথা মনে পড়ে। বাবা গরুর খাবার দিতে মাকে নির্দেশ করলে মা নিজেকে অসুস্থ বলে জানান। এসময়, গরুর খাবার ঘরে গিয়ে ঘাস না পেয়ে ঘরে ফিরে আসে। এরপর আমরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে আমার মা দরজা খুলতে গিয়ে দেখতে পান দরজা বাহিরে থেকে বন্ধ। পরে আমার ছোট ভাই স্থানীয় চাঁদপুর দারুসসালাম সালাফিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী আল্ ফাহাদ দেয়াল টপকিয়ে উঁকি মেরে বাড়ির দরজার সামনে রক্তাক্ত গলাকাটা অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে দরজা খুলে দিলে আমরা বাহিরে বের হয়। সুবর্ণা জানান, তাঁর বড়বোন, শারমিন আক্তার দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন।
শারমিনের মা সুলতানা পারভীন (৪০) কান্না জড়িত কন্ঠে বলেন, আমার তিন ছেলে মেয়ের পড়াশুনার খরচ ও সংসার এখণ কী করে চলবে। আমি এখন কী নিয়ে বাঁচবো!
এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ পূর্বক মৃতদেহ সুরতহালের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমার ধারণা মতে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দূর্বৃত্তরা একটি ধারালো ছুরি জাতীয় অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। এবিষয়ে তদন্ত চলছে। হত্যা ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।।