সংবাদ শিরোনাম ::
কুমিল্লা’র রাজপথ কাঁপালো বিএনপি
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:১৩:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৪৬ ৫০০০.০ বার পাঠক
– সূএ তথ্য মতে জানায় – দেশ মাতৃকা’র কৃতি সন্তান বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে – বৃহস্পতিবার – ০৫/১০/২০২৩ইং তারিখে – কুমিল্লা’র সব উপজেলা থেকে সকাল হতে লং রোড মার্চ অনুষ্ঠিতো হয়েছে – চট্টগ্রামের উদ্দেশ্যয়। সকাল থেকে চট্রগ্রাম – কুৃমিল্লা – ঢাকা মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত লক্ষ লক্ষ লোক লং রোড মার্চে অংশগ্রহন করে, এঁতে কুৃমিল্লা জেলা’র ও জাতীয় পর্যায়ের বিএনপি’র নেতা’রা ও কর্মী’রা অংশ গ্রহন করে। উক্ত লং রোড মার্চ’টি ফেনী হয়ে চট্রগ্রামে পৌঁছে। বিএনপি’র লং রোড মার্চের সময় চট্রগ্রাম কুৃমিল্লা ঢাকা মহাসড়কে যানজট লক্ষ্য করা গেছে – বাংলাদেশ পুলিশ পরবর্তীতে উক্ত যানজট নিরসনে কাজ করে।
আরো খবর.......