মিটিং হওয়ার পূর্বেই হিতৈষী ও দাতা সদস্য নিয়োগ
- আপডেট টাইম : ০২:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, আজ সোমবার ২৫/০৯/ ২০২৩ ইং তারিখে ম্যানেজিং কমিটির মিটিংয়ের আহ্বান করেন । মিটিং এর আলোচ্য সূচিতে দেখা যায়, হিতৈষী ও দাতা সদস্য নিয়োগের জন্য আলোচ্যসূচির আনয়ন করা হয়, অনেক আলোচ্য সূচির মধ্যে, হিতৈষী ও দাতা সদস্য নিয়োগের আলোচ্য সূচি আসলে, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জলিল, আল্লামা ওয়াদুদ বিন আলিফ ও জাহাঙ্গীর আলম সরকার, এই দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তির আহ্বান করা কথা বলেন ।
এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ, ভরা মিটিংয়ে হিতৈষী ও দাতা পদে ইতিপূর্বেই নিয়োগ দেয়া হয়েছে বলে জানান , এবং আজকে মিটিংয়ে অভিভাবক প্রতিনিধী নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন, তফসিলে হিতৈষী ও দাতা সদস্যের নিয়োগে তফসিল ঘোষিত হয়নি, এ নিয়ে ম্যানেজিং কমিটির মাঝে, মিশ্র প্রতিক্রিয়া দেখ দিয়েছে।
উল্লেখ যে, ইতিপূর্বে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত বাদে তফসিল ঘোষণা করা হলেও, তা বাতিল করে আজকে পূনরায় এ তফসিল ঘোষনা করাহয় ।