রাজধানী’র গোড়ান টেম্পু ষ্টেনে পূর্বের ইমারত তৈরীর শ্রমিককে মুজুরী না দিয়ে মারধর করেছে এভাবেই হোক জালাল ও তার ছেলে অভিযোগ পাওয়া যায়
- আপডেট টাইম : ০৮:০৪:২২ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১১ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে জানা যায় – গতোকাল সোমবার ১৮/০৯/২০২৩ ইং তারিখে – রাজধানী’র গোড়ানে আনুমানিক গত দেড় বছর আগের পাওনা টাকা চাইতে গেলে কন্টেকদার ও লেবারদের কন্টেকদার কিবরিয়াকে এলোপাথাড়ী মারধর করে সাব – কন্টাকদার জালাল ও তাঁর ছেলে, উক্ত ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসী কায়দায়, ভুক্তভোগী’রা জানায় – পাওনা টাকা চাইতে গেলেই হুমকি ও মাইর খাইতে হয়। পাওনা টাকা বিষয়,টি কেন্দ্র করে জালাল বাপ ছেলে এবং পাওনাদার কিবরিয়াকে একা পেয়ে এলোপাথাড়ী পিটিয়ে রক্তাক্ত করে, আরও জানা যায় –
জালালকে পেয়ে বলে – টাকা কি দিবেন না, কিবরিয়া নামের লেবার কন্টাকদার বলে এই টাকাকে কেন্দ্র করে গত রোববার খিলগাঁও থানায় জিডি করে আসে জালাল কন্টাকদার, অথচো টাকা যে পাবে তাঁকে ফিল্মী কায়দায় বাপ ছেলে মিলে তিতাস ফার্মেসী সামনে – লোকসমাজের সম্মুখে জালাল ও তাঁর সহযোগী ছেলেকে নিয়ে কিবরিয়াকে এলোপাথাড়ী পিটিয়ে মাথায় আঘাত করে, আঘাত করার পরবর্তীতে আশেপাশের
লোকজন তাঁদের ঘটনাস্থল থেকে ফিরিয়ে দেন পরবর্তীতে লোকজন উপর জালাল ও তার ছেলে এলাকার লোকজনের উপরও চড়া হয়ে যায় তখনই জালাল ও তার ছেলে ঘটনাস্থল থেকে পলাইয়া জান খিলগাঁও থানায় উক্ত ব্যাপারে আগেই পরিকল্পিত একটি জিডি করা হয়। উক্ত শ্রম আইন লঙ্ঘনকারী দু্ষ্কৃতকারীদের চিহ্নিত করে-আইনের আওতায় এনে – দৃষ্টান্তমূলোক শাস্তি প্রদান করে – পাওনাদারের পাওনা টাকা বুঝিয়ে দেয়ার ব্যাবস্হা করে দেয়ার অনুরোধ জানায় – ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ওসি তদন্ত খিলগাঁও এঁর প্রতি – খিলগাঁও থানা এলাকার সুশীল সমাজ।অনুসন্ধান চলছে