সংবাদ শিরোনাম ::
তাহযিবুল উম্মাহ নুরানী মাদ্রাসায় বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে
মোঃ মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধ
- আপডেট টাইম : ০৩:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২৩৪ ৫০০০.০ বার পাঠক
আজ ১৭ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১১.৩০ মিনিটে সময় তাহযিবুল উম্মাহ নুরানী মাদ্রাসার প্রতি দিনের মতোই মাইশা মাদ্রাসায় পড়তে আসে মাইশা পড়ার এক পর্যায়ে মাইশা কে পড়া জিজ্ঞেসা করিলে মাইসা পড়া না পারার কারণে তাহকে মাদ্রাসার হুজুর মোঃ আজিজ এলো পাতাড়ি ফিটিয়ে মার রক্ত ভাবে জখম করে এক পর্যায়ে মাইসা বেহুশ হয়ে পড়ে
এই বিষয়ে মাইশা বাবা মোঃ এরশাদ বলেন মাইশা কে গত এক বছর যাবত এই মাদ্রাসায় পড়াই বেশ কিছু দিন পর্যন্ত আজিজ ল্হজুর ছাত্র-ছাত্রীদের উপর বেপরোয়া মারধর করেন এই বিষয়ে তাহার বিরুদ্ধে একা ধিকবার কমপ্লেন জানানো হয়েছে
এই বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাকসুদুর রহমান বলেন ঘটনার সময় আমি মাদ্রাসাতে ছিলাম না মাইশার মা ও বাবা আমার কাছে কমপ্লেন করেছে আমি যথাযথ অবস্থায় তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
আরো খবর.......