রানিশংকৈলে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুষ্কর বিতরণী অনুষ্ঠান
- আপডেট টাইম : ০২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়জনে,আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর, উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষ্যে, রানিশংকৈল শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল ফুটবল খেলা ও পুষ্কর বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন,উপজেলা একাডেমি সুপার ভাইজার ওবায়দুল হক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- সোহেল রানা, আব্দুস সালাম, আব্দুস রশিদ, মিজানুর রহমান, ফেরদৌস আলম, রুহুল আমিন, সাংবাদিক তাহেরুল ইসলাম তামিম, ও লেমন সরকার প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে সমাপনী ফাইনাল ফুটবল খেলা শেষে,হ্যান্ডবল, সঁাতার,দাবা,হাডুডু সহ সকল গ্রীষ্মে কালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেয়া হয়।