যাত্রাবাড়ীতে জামাত-শিবিরের মিছিল থেকে ৪৬ নেতাকর্মী আটক

- আপডেট টাইম : ০২:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাজলা বউবাজার এলাকায় এ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে ও মিছিলের পর অভিযান চালিয়ে ৪৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ‘সাঈদীর জাপূর্বনাজায় বাধা, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াত নেতাদের মুক্তি ও সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী কাজলা বউবাজার এলাকা থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতিসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। এ সময় পুলিশ অতর্কিত গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউল আহসান তালুকদার দৈনিক সময়ের কন্ঠ কে বলেন, বিক্ষোভ মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে তারা (জামায়াত) কোনো অনুমতি নেয়নি। তাদের শান্তিপূর্ণ মিছিল ছিল না। পুলিশ দেখার পর তারা ইটপাটকেল ছুড়ছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তার প্রেক্ষিতে পুলিশ শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।