হোমনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

- আপডেট টাইম : ০১:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১১৬ ৫০০০.০ বার পাঠক
পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ শ্লোগানে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮ই সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ
হাসান,হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষা অফিসার খাদিজা আক্তার ও প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, হালিমা বেগম, সহকারি শিক্ষক আবদুল কুদ্দুস, মনিরুজ্জামান,, সাজেদা বেগম, দুলুবালা দেবী,আমেনা হক,ও আফরোজা বেগস সুমী সহ ব্র্যাক পরিচালিত আউটড্রপঅব চিল্ড্রেন এডুকেশনের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।