২২ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪,সিপিসি-২, ভৈরব ক্যাম্প
- আপডেট টাইম : ০৫:১৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
তারিখ-৩০ জুলাই ২০২৩ খ্রিঃ।
ভৈরবের জগন্নাথপুর বেণীবাজার এলাকা থেকে অভিনব কায়দায় চালের ড্রামে করে মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ২২ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
এরই ধারাবাহিকতায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন জগন্নাথপুর বেনীবাজারস্থ আলহাজ্ব আঃ রহমান ফোরকানীয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে মোঃ উজ্জ্বল মিয়া (১৯), পিতা-মৃত কুদ্দুস মিয়া, সাং-মুড়াপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখলে থাকা ০১ টি টিনের চালের ড্রাম তল্লাশী করে ছোট বড় ০৮ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ২২ (বাইশ) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।