কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২,
- আপডেট টাইম : ১০:০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি প্রাইভেটকার জব্দ।
এরই ধারাবাহিকতায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ কামরুল ইসলাম (৩২), পিতা- মৃত রওশন আলী, সাং-ছোট গদাইর চর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ২। মারুফ হাসান (২০), পিতা-মোস্তাব আলী মুন, সাং-জয় নগর, থানা-ইশ্বরদী, জেলা-পাবনাদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা প্রাইভেটকারটি তাল্লাশী করে ১৫ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৩০ (ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।