গত ২৪ ঘন্টায় ডিবি কুমিল্লা কর্তৃক ১১০ বোতল ফেন্সিডিল, ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে
- আপডেট টাইম : ০৯:০৫:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৭৬ ৫০০০.০ বার পাঠক
গত কয়েক ঘন্টায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ২৫/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১৫.২০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ১১০(একশত দশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ কবির (৩৫), পিতা- মৃত মোসলেম উদ্দিন, গ্রাম-উত্তর বাগবের, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা নামে ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে এসআই তুষ্টলাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯০, তারিখ-২৫/০৭/২০২৩ খ্রিঃ রুজু হয়।
অপর একটি অভিযানে গত ২৫/০৭/২০২৩খ্রিঃ তারিখ রাত্র ২০.৩০ ঘটিকায় সদর দক্ষিন মডেল থানাধীন উলুরচর এলাকায় চৌয়ারা-টু-কুমিল্লা রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম(২৪), পিতা-মৃত আইয়ুব আলী, গ্রাম-মুড়াপাড়া (পূর্ব পাড়া), থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা নামে ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে এসআই নাসিম উল হক ইমরান বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে এজাহার দায়ের করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩৭, তারিখ-২৬/০৭/২০২৩খ্রিঃ রুজু হয়। অপর একটি অভিযানে গত ২৫/০৭/২০২৩ খ্রিঃ তারিখ রাত্র ২১.৩৫ ঘটিকায় সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে ০৫(পাঁচ) কেজি গাঁজা এবং ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেলাল হোসেন (৩৮), পিতা- মৃত আমিনুল ইসলাম, গ্রাম- খেয়াশ, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা নামে ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে এসআই তুষ্টলাল বিশ্বাস বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মাদক আইনে এজাহার দায়ের করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৪০, তারিখ- ২৬/০৭/২০২৩ খ্রিঃ রুজু করা হয়। অপর একটি অভিযানে অদ্য ২৬/০৭/২০২৩খ্রিঃ তারিখ বেলা ১১.৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন বজ্রপুর গ্রামের দারোগা বাড়ী রোডে অভিযান পরিচালনা করে ৩,০০০(তিন) হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ আনোয়ার হোসেন ঢাকাইয়া আনোয়ার (৭০), পিতা-মৃত আবেদ আলী, সাং-পূর্ব বাখরী আলাউদ্দিন এর বাড়ী, থানা- সোনারগাঁ, জেলা-নারায়গঞ্জ, এ/পি সাং-গোলাবাড়ীয়া ২। মোঃ শাখাওয়াত হোসেন ভূঁইয়া ফারুক (৫২), পিতা-মৃত সুরুজ মিয়া, গ্রাম-কেরানীনগর (ভূঁইয়া বাড়ী), উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা নামে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৯, তারিখ-২৬/০৭/২৩ খ্রিঃ রুজু হয়।
অপর একটি অভিযানে অদ্য ২৬/০৭/২০২৩খ্রিঃ তারিখ দুপুর ১৫.৩৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা (শালুকিয়া) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫(পঞ্চান্ন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে এসআই মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।
এছাড়া মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লার নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ
০১। ফেন্সিডিল ১১০(একশত দশ) বোতল,
০২। ইয়াবা ট্যাবলেট ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস,
০৩। গাঁজা ৬০ (ষাট) কেজি।