ডিবির ওসি ফারুক যোগদান করেই উদ্ধার করলেন ৩টি চোরাই মোটরসাইকেল
- আপডেট টাইম : ০৯:০৩:১০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৮০ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের নবাগত ওসি ফারুক হোসেন প্রথম দিনেই সফলতার আলো দেখিয়েছেন জেলাবাসীকে। যোগদানের প্রথম দিনেই ৩টি চোরাই মোটর সাইকেলসহ দুই চোরকে গ্রেফতার গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ডিবির ওসি হিসেবে পুলিশ পরিদর্শক ফারুক হোসেন যোগদান করেন। এর আগে তিনি কোতোয়ালি মডেল থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এই চৌকস দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা প্রথম দিনেই তার সফলতার পরিচয দিয়েছেন।
নবাগত ওসি ফারুক হোসেনের তত্ত্বাবধানে এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে মুক্তাগাছার গাবতলী বাজারের হৃদয় মোড় থেকে চুরি মামলার আসামী মোঃ আব্দুল মোতালেব ও মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।
এ ঘটনায় মুক্তাগাছা থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। ওসি ফারুক হোসেন বলেন, মাদক, চুরি ছিনতাই রোধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে থেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন