গোবিন্দগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গৃহপালিত পশু পাখি বিতরণ
- আপডেট টাইম : ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৪৮ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে ২৫০ টি পরিবারের মধ্যে ২০ করে হাঁস, ২৫০ টি পরিবারের মাঝে ২০ করে মুরগী এবং হাঁস মুরগী পালনের জন্য একটি করে ঘর দেয়া হয়েছে। এছাড়াও ২৭২ টি পরিবারের মাঝে ভেড়া পালনের জন্য ৫ টি করে ম্যাট,ও ১টি গবাদি পশু এবং ঘর করার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
২৬ শে জুলাই বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী হাসপাতাল এর নিজ কার্যালয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফ হোসেনের সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন, উত্তর বঙ্গের কৃতি সন্তান গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, ভেটেনারী সার্জন তানভিক জাহান সহ উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগী পরিবার এবং সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
বক্তব্য শেষে সুফলভোগী পরিবারের হাতে গৃহ পালিত পশু পাখি, এবং পালনের উপকরণ সমূহ তুলে দেওয়া হয়।