নবাবগঞ্জে হিন্দু বিধবা মহিলা ধর্ষিত

- আপডেট টাইম : ১০:১৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদ পুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের বিধবা গীতা রানি (৪৭) নামের এক হিন্দু মহিলা মুসলমান পুরুষ দ্বারা ধর্ষিত হয়েছে।
জানা যায় গত ৩রা জুলাই দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকার সময় তার নিজ বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে তার সয়ন কক্ষে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। তার শোয়ার পর রাত আনুমানিক ১,৩০ ঘটিকার সময় একই গ্রামের মৃত আঃ কুদ্দুসের ছেলে মোঃ আঃ করিম (৫৫) বিধবা গীতা রানীর ঘরের পুরাতন দরজা ভেঙে ভিতরে ঢুকে গীতা রানির নিকটে গিয়ে তার মুখ চেপে ধরে জোরপুর্বক ধস্তাধস্তি করে তার পরনের শাড়ি পেডিকোট খুলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। শেষে একপর্যায়ে গীতা রানি চিৎকার করলে ধর্ষক আঃ করিম বিষয়টি জানাজানি করলে গীতা রানিকে প্রানে মেরেফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। ধর্ষিত গীতা রানীর চিৎকার ও কান্নাকাটিতে ঐদিন রাতেই স্থানীয় লোকজন ঘটনা স্থলে উপস্থিত হয়ে ধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে আরো জানা যায়, ধর্ষিত গীতা রানির স্বামী বিধান চন্দ্র প্রায় ১৫বছর আগে মারা যায়। তারপর থেকেই ধর্ষক আঃ করিম গীতা রানিকে প্রায় সময়ে অনৈতিক প্রস্তাব দিতো এবং বিভিন্ন সময়ে সুযোগ বুঝে গীতা রানির বাসায় ঢুকে তাকে অনৈতিক কাজের জন্য উত্ত্যক্ত করতো। গীতা রানি তার এই রকম আচরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তির নিকট তার বিরুদ্ধে কয়েবার বিচারও দিয়ে ছিল, যার প্রেক্ষিতে স্থানীয় ভাবে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে তাকে শাসন ও অর্থ দন্ড করেছিল। বর্তমানে গত ৮এ জুলাই নবাবগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা হয় যার মামলা নং ০৫/২৩। ধর্ষণ ও মামলার বিষয় নিয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ধর্ষন মামলাটি রেকর্ড হবার পর আসামিকে গ্রেফতার করার চেষ্টা চলছে। বর্তমানে আসামি পলাতক রয়েছে।