বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এক ছিনতাই এর ঘটনা ঘটে
- আপডেট টাইম : ১১:২৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা,
মোঃ বেলাল (৫২) পিতা মৃতঃ শামসুল হক তালুকদার,গত ১১/০৭/২৩ তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকার সময় তাহার ব্যবসা প্রতিষ্ঠান নান্দুহার বাজারের তেল ও সিমেন্টের দোকান, তালুকদার এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান বন্ধ করিয়া বিক্রিত মালামালের ১,৯০,০০০/=( এক লক্ষ নব্বই হাজার) টাকা ব্যবহারকৃত ব্যাগে করিয়া প্রতিদিনের ন্যায় বাড়ি ফিরছিলেন।
ব্যবসায়ী বেলালের বক্তব্য মতে, ইলুহার গ্রামে তাহার বসত বাড়ির সামনে আসা মাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা কতিপয় ছিনতাইকারী, তন্ময় (২২) ও আজিজুল হক (৪৫) সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ (চার-পাঁচজন) ছিনতাইকারী ব্যবসায়ী বেলাল তালুকদারের উপর অতর্কিতে সন্ত্রাসী হামলা চালায়।
তাহারা দেশি অস্ত্রশস্ত্র, চাকু, রামদাও, চাপাতি, ও লাঠি ছোটা সহ ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী বেলালের উপর চড়াও হয়।
সন্ত্রাসী তন্ময় তার হাতে থাকা ধারালো চাকু বেলালের গলায় চেপে ধরে এবং তার কাছে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। অন্যথায় প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ সময়ে ব্যবসায়ী বেলাল তালুকদার নিজের জীবন ও নগদ অর্থ ১,৯০,০০০/= (এক লক্ষ নব্বই হাজার) টাকা রক্ষার চেষ্টায় চালায়। এতেকরে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে বেলালের মাথায় বুকে ও পায়ে লাঠি সোটা ও কিল ঘুসি দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।
একপর্যায়ে সন্ত্রাসী তন্ময় ব্যবসায়ী বেলাল তালুকদারের কাছে থাকা ১,৯০,০০০/= (এক লক্ষ নব্বই হাজার) টাকা রক্ষিত ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
ব্যবসায়ী বেলালের আত্মচিৎকারে আশেপাশে বাড়ির ঘুমিয়ে থাকা লোকজন দৌড়ে এসে আহত অবস্থায় ব্যবসায়ী বেলালকে উদ্ধার করে।
আশেপাশের লোকজন চিৎকার শুনে ছুটে আসার আগেই আজিজুল ও অজ্ঞাতনামা ৪-৫ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ব্যবসায়ী বেলালকে আহত অবস্থায় বানারীপাড়া থানা প্রশাসনকে অবগত করিয়া বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এবং কর্তব্যরত ডাক্তার তাহার প্রাথমিক চিকিৎসা করেন। ব্যবসায়ী বেলাল হোসেন ১২/০৭/২৩ ইংরেজি তারিখ বানারীপাড়া থানায় বাদী হয়ে তন্ময় তালুকদার (২২) পিতা: লাল মিয়া তালুকদার। আজিজুল তালুকদার (৪৫) পিতা: মৃত আবুল তালুকদার ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এবং পুরো ঘটনার সুস্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যবসায়ী বেলাল আরও জানান পূর্ব শত্রুতার জের ধরে এই সন্ত্রাসীরা ছিনতাই ও প্রাণনাশের চেষ্টা চালায়।